চরচা প্রতিবেদক


লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য এবং হস্তক্ষেপের ইতিহাস দীর্ঘ ও রক্তক্ষয়ী। সম্প্রতি নিকারাগুয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই ‘হেজিমনি’ বা আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও গর্জে উঠেছেন। তারা দাবি করেছেন, আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তাদের ‘ঐতিহাসিক ঋণ’ শোধ করেনি।

নির্বাচনী গুজবে এআইয়ের ব্যবহার সামলাবে কে? প্রচারে এআই না আসল–কে খুঁজবে, কীভাবে বোঝা যাবে? এআই ডিটেকশন ঠিকমতো কাজ করে কি? এআই ডিটেক্টর কতটা নির্ভরযোগ্য? নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হয়ে গেছে। প্রচারের হাত ধরে আছে প্রতিপক্ষকে ঘায়েলে অপপ্রচারও।