
মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে মন্ত্রণালয়ে ডেকে এনে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশসহ নতুন কয়েকটি দেশের নাম যুক্ত করে গত মঙ্গলবার হালনাগাদ তালিকা প্রকাশ করে আমেরিকার পররাষ্ট্র দপ্তর।

গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী।

ডয়চে ভেলের বিশ্লেষণ
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ডয়চে ভেলেকে বলেন, “বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক, যা অনেকটা আইন হীনতার পর্যায়ে পৌঁছেছে। ভারতের বিক্ষোভের সঙ্গে বাংলাদেশের সহিংসতাকে তুলনা করা ঢাকার পক্ষ থেকে একটি বড় ধরনের অসততা।”

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ নিয়ে ভারত সরকারের বক্তব্য এবং দেশটির সংবাদমাধ্যমের বিভিন্ন খবরকে ‘অতিরঞ্জন’ বলছে ঢাকা।

জুলাই বিপ্লব যেমন শেষ পর্যন্ত মর্যাদা এবং জবাবদিহিতার একটি দাবি ছিল, তেমনি হাসিনা-পরবর্তী একটি স্থিতিশীল পররাষ্ট্রনীতি উভয় পক্ষেরই পূর্বাভাসযোগ্য আচরণ এবং সংযমের ওপর নির্ভরশীল। উত্তেজনা কমানোর দ্রুততম উপায় হলো নেতিবাচক প্রণোদনা বদলে দেওয়া।

নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

বাংলাদেশ এখনও ভারতের কাছে কৌশলগত এবং নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মূলত অবকাঠামো কেন্দ্রিক। যেটি আসলে সংযোগ আর সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত। রাশিয়ার ভূমিকা মূলত সীমিত—শুধু লেনদেনভিত্তিক।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট ঢাকা পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এই ধরনের পরিবেশ আর হবে না বলেও আসা প্রকাশ করেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মন্তব্য করেন তৌহিদ হোসেন।

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের গেটের সামনে বিক্ষোভের ঘটনায় বাংলাদেশি গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করছে ভারত। আজ রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

ব্রিফিংয়ে দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন। এতে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।

দিল্লি অভিযোগ করে আসছে যে, অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব এবং বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স নিয়ে বিদ্বেষ বাড়ছে। তাদের মতে, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এমন একটি পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়ে আসছে, যেখানে নাগরিকরা মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, দ্বিতীয় মেয়াদের অনেকটা পথ পেরিয়ে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই তাঁর প্রতিশ্রুতি রক্ষা করছেন? নাকি ‘আমেরিকা ফার্স্ট’ এমন এক পররাষ্ট্রনীতির মধ্যে সীমাবদ্ধ, যা প্রকৃতপক্ষে আক্রমণাত্মক এবং প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ?

এখন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, দ্বিতীয় মেয়াদের অনেকটা পথ পেরিয়ে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই তাঁর প্রতিশ্রুতি রক্ষা করছেন? নাকি ‘আমেরিকা ফার্স্ট’ এমন এক পররাষ্ট্রনীতির মধ্যে সীমাবদ্ধ, যা প্রকৃতপক্ষে আক্রমণাত্মক এবং প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ?

সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি জানান, তিনি এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন। তিনি বলেন, ‘আমি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাইনি।’’

সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি জানান, তিনি এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন। তিনি বলেন, ‘আমি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাইনি।’’

তৌহিদ হোসেন বলেন, ‘‘একটা রিঅ্যাকশন আমরা দেখেছি যেটা, সেটা হলো তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক তারা পরীক্ষা-নিরীক্ষা করে।’’

তৌহিদ হোসেন বলেন, ‘‘একটা রিঅ্যাকশন আমরা দেখেছি যেটা, সেটা হলো তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক তারা পরীক্ষা-নিরীক্ষা করে।’’