চরচা ডেস্ক

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে হয়, “ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।”
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ বিশ্বাস করে, দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায় কূটনীতি ও সংলাপই হওয়া উচিত। বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”
গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। নিউইয়র্কে আটক থাকা মাদুরোকে সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করা হবে বলে রয়টার্স জানিয়েছে।

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে হয়, “ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।”
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ বিশ্বাস করে, দেশগুলোর মধ্যে বিরোধ মেটানোর উপায় কূটনীতি ও সংলাপই হওয়া উচিত। বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।”
গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। নিউইয়র্কে আটক থাকা মাদুরোকে সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করা হবে বলে রয়টার্স জানিয়েছে।

ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে ডেনিশ সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে আগে গুলি চালাতে এবং পরে প্রশ্ন করতে। এটি ১৯৫২ সালের সেনাবাহিনীর একটি ‘রুল অব এনগেজমেন্ট’ বা যুদ্ধের নিয়ম অনুযায়ী করা হয়েছে, যেখানে বলা আছে যে কোনো আক্রমণকারীকে মোকাবিলা