এনসিপির শীর্ষ নেতাদের বেশির ভাগই ব্যবসা করেন, কেউ কেউ পরামর্শ দেন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এনসিপির শীর্ষ নেতাদের বেশির ভাগই ব্যবসা করেন, কেউ কেউ পরামর্শ দেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৬টি আসনে মনোনয়ন দাখিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ৩৯ প্রার্থীর হলফনামায় দেখা গেছে দলটির শীর্ষ নেতারা গড়ে বছরে আয় করছেন ১০ লাখ টাকার উপরে।

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলের অনেকেই তাদের পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন।

নতুন বন্দোবস্তের স্লোগান এবং তারুণ্যের শক্তির উপর ভর করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শীর্ষ সমন্বয়কদের বেশিরভাগই এখন এনসিপির নেতা। ছাত্রনেতা হিসেবে দেশব্যাপী পরিচিতি লাভ করা এসব নেতাদের অনেকেই এখন ব্যবসায়ী। কারও সম্পদের পরিমাণ এক কোটি টাকার কাছাকাছি কারও বার্ষিক আয় ২৮ লাখ টাকা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা দেখে এমন তথ্যই উঠে এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৫১টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও ৪৭৮ জন। ফলে ৩০০ আসনে মোট মনোনয়নপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৯টি।

এরপর প্রার্থীদের হলফনামা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই শেষে ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং পর দিন প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী লড়াই শুরু হবে।

এবারের নির্বাচনে সর্বাধিক প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মোট প্রার্থী সংখ্যা ৩৩১ জন। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭৬ জন এবং তৃতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) ২২৪ জন, গণঅধিকার পরিষদের ১০৪ জন।

এনসিপির কার আয় কত

হলফনামার সঙ্গে যুক্ত আয়কর রিটার্ন অনুযায়ী, শীর্ষ নেতাদের মধ্যে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বার্ষিক আয় ২৮ লাখ পাঁচ হাজার, আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৩ লাখ পাঁচ হাজার এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার টাকা।

এ তিনজনের আগের পেশা হিসেবে যথাক্রমে শিক্ষার্থী, সরকারের সাবেক উপদেষ্টা এবং ‘প্রযোজ্য নহে’ বলে উল্লেখ করেছেন।

নোয়াখালী-৬ আসনে এনসিপি মনোনীত আলোচিত প্রার্থী আবদুল হান্নান মাসউদ বার্ষিক আয় ৬ লাখের বিপরীতে সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন প্রায় এক কোটি টাকা।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং লক্ষ্মীপুর-১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী মাহবুব আলমের আয়কর রিটার্নে বার্ষিক আয় ১৫ লাখ টাকা এবং মোট সম্পদ ৯৬ লাখ টাকার বেশি উল্লেখ করেছেন।

নির্বাচনের প্রতীকী ছবি
নির্বাচনের প্রতীকী ছবি

পরামর্শক ও ব্যবসায়ীই বেশি

ইসির ওয়েবসাইটে উন্মুক্ত করার পর এনসিপি সমর্থিত ৩৯ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত ১৬ জন প্রার্থী নিজেদের পেশা ‘ব্যবসা’ হিসেবে উল্লেখ করেছেন। পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ নিজেদের বর্তমান পেশা ব্যবসা বলে উল্লেখ করেছেন।

ঢাকা-১১ আসনে মনোনয়ন জমা দেওয়া দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের পেশা পরামর্শক বলে উল্লেখ করেছেন। ঢাকা-৮ আসনে দাখিল করা হলফনামায় নিজের পেশা ‘মার্কেটিং কনসালট্যান্ট’ বলে উল্লেখ করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ ছাড়া ময়মনসিংহ-১১ আসনের জাহিদুল ইসলাম এবং সিলেট-১ আসনে মনোনয়ন দাখিলকারী দলের রাজনৈতিক পরিষদের সদস্য এহতেশামুল হক নিজেকে পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন। দলের সদস্য সচিব আখতার হোসনে নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন।

হলফনামা বিশ্লেষণে আরও দেখা গেছে, ৩৯ প্রার্থীর মধ্যে ছয়জন আইনজীবী, পাঁচজন শিক্ষক এবং দুইজন চিকিৎসক হিসেবে নিজেদের পেশা উল্লেখ করেছেন। দুইজন সাংবাদিক এবং একজন উন্নয়ন কর্মী রয়েছে প্রার্থী তালিকায়। নিজেদের পেশা কৃষি হিসেবে উল্লেখ করেছেন দুইজন প্রার্থী। একজনের পেশা লেখক ও গবেষক।

গড় বয়স কত

এনসিপি প্রার্থীদের গড় বয়স ৩০ বছর পেরিয়েছে। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এনসিপির প্রার্থীদের গড় বয়স ৩২। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ১৫ থেকে ২৪ বছর বয়সীদের যেখানে তরুণ ধরা হয়।

হলফনামায় দেখা গেছে, দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আখতার আহমেদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর বয়স যথাক্রমে ২৭, ২৮, ২৭, ২৭ এবং ৩০। প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ বয়স ঢাকা-৭ আসনের প্রার্থী তারেক আহমেদ আদেলের ৫১। এর বাইরে প্রায় সব প্রার্থীই ৩০ কিংবা তদূর্ধ্ব। ৪০ এর বেশি বয়স রয়েছে অন্তত চারজনের।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, এনসিপির শীর্ষ ছয় নেতার বয়স ৩০’র নিচে। নোয়াখালী-৬ আসনের প্রার্থী আবদুল হান্নান মাস বাদে পাঁচ নেতাই শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বা তদূর্ধ্ব বলে উল্লেখ করেছেন।

সম্পর্কিত