
পানির নিচে দাবা খেলা!
নেদারল্যান্ডসের গ্রোনিঙ্গেনে বসেছিল ‘ডাইভিং চেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫’। এই ব্যতিক্রমধর্মী দাবা প্রতিযোগিতায় ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় খেলোয়াড়দের প্রতিটি চাল দিতে হয় এক নিঃশ্বাসে; পরবর্তী চালের আগে পানির ওপর উঠে আসতে হয়। প্রতিযোগিতার পর্দা নামে ২৯ ডিসেম্বর (২০২৫)।



