অস্ট্রেলিয়ায় ইহুদিদের ওপর হামলা, ক্ষেপেছে ইসরায়েল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অস্ট্রেলিয়ায় ইহুদিদের ওপর হামলা, ক্ষেপেছে ইসরায়েল
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আলবানিজ সরকারের ওপর ইহুদি-বিদ্বেষ (এন্টি-সেমিটিজম) মোকাবিলা করার জন্য চাপ বেড়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী আলবানিজ দেশটিতে ঐক্যের ডাক দিয়ে বলেন, “সরকার প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।”

অন্যদিকে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “২০২৩ সাল থেকে বেড়ে চলা ইহুদি-বিদ্বেষ কমাতে আলবানিজ কিছুই করেননি।”

হামলার পর ইহুদি সম্প্রদায়ের নেতারাও হতাশা প্রকাশ করেন। সিডনির সেন্ট্রাল সিনাগগের প্রধান ধর্মযাজক লেভি উলফ বলেন, “এই দেশ এবং অন্যান্য দেশে ইহুদি-বিদ্বেষের চরম মাত্রা দেখা যাচ্ছে।”

লেভি উলফ আরও বলেন, “যখন ইহুদি-বিদ্বেষ ওপর থেকে নিয়ন্ত্রিত হয় না, তখন এই জিনিসগুলোই ঘটে।”

একটি প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী আলবানিজ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর একটি তালিকা পড়ে শোনান।

যার মধ্যে ঘৃণামূলক বক্তব্য এবং সহিংসতায় উসকানি দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা, নাৎসি স্যালুট নিষিদ্ধ করা এবং ইহুদি সম্প্রদায়ের গোষ্ঠীগুলোর নিরাপত্তার জন্য তহবিল বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ ছাড়া অস্ট্রেলিয়ার আগ্নেয়াস্ত্র আইনকে আরও কড়াকড়ি করার প্রয়োজনীয়তার কথা বলেন আলবানিজ।

গত বছর সিনাগগ এবং ইহুদি ব্যবসার ওপর অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় সরকার কর্তৃক নিযুক্ত বিশেষ দূত জিলিয়ান সেগাল বলেন, “রোববারের এই সন্ত্রাসী হামলাটি সতর্কতা ছাড়াই আসেনি।”

জিলিয়ান সেগাল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) একটি সাক্ষাৎকারে বলেন, “এই হামলার ইঙ্গিত অনেক আগেই দেওয়া ছিল এবং আরও পদক্ষেপ নেওয়া দরকার।”

অস্ট্রেলিয়ার বিরোধী দলের নেতা সুসান লে বিষয়টি নিয়ে বলেন, “লেবার পার্টি ইহুদি-বিদ্বেষকে বেড়ে উঠতে দিয়েছে।”

এ বছরের জুলাই মাসে ইহুদি সম্প্রদায়ের বাসস্থান, স্কুল রয়েছে এমন জায়গাগুলোয় নিরাপত্তা বাড়ানোর জন্য প্রায় ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী আলবানিজ।

২০২১ সালের আদমশুমারি অনুসারে, অস্ট্রেলিয়ায় প্রায় এক লাখ ১৬ হাজারের বেশি ইহুদি বাস করে। যা ২৫ মিলিয়ন জাতীয় জনসংখ্যার শূন্য দশমিক ৪৬ শতাংশ। যার বেশিরভাগই সিডনি এবং মেলবোর্নে বসবাস করে।

সম্পর্কিত