রাজনৈতিক দল নিষিদ্ধে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাজনৈতিক দল নিষিদ্ধে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী সদস্য। একইসঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ. মিকস এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র‌্যাংকিং মেম্বার সিডনি কামলেগার-ডোভ ২৩ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠান। চিঠিতে আরও সই করেন জুলি জনসন ও টম সুয়োজি। চিঠিটি হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রধান উপদেষ্টাকে লেখা মার্কিন কংগ্রেসম্যানদের চিঠিতে চব্বিশের আন্দোলন নিয়ে ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রতিবেদন উদ্ধৃত করে নিরাপত্তা বাহিনীর হাতে এক হাজার ৪০০ জনকে হত্যার তথ্য তুলে ধরা হয়। বলা হয়, এসব কর্মকাণ্ডসহ অন্যান্য ঘটনার জন্য প্রকৃত জবাবদিহিতাই হওয়া উচিত বাংলাদেশের গণতন্ত্রের মূল্যবোধের প্রতিফলন; প্রতিশোধের ধারাবাহিকতা বজায় রাখা নয়।

প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা। ছবি: এক্স
প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা। ছবি: এক্স

চিঠিতে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নাম না নিয়ে চিঠিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় সংকটের সময় অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ভূমিকার প্রতি তারা সমর্থন জানালেও, একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চিঠিতে বলা হয়, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনর্প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।”

চিঠিতে কংগ্রেসম্যানরা জোর দিয়ে বলেন, রাজনৈতিক দল অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের নেতৃত্ব বেছে নেওয়ার অধিকার রয়েছে। তারা বলেন, “আমরা আশা করি, আপনার সরকার বা নির্বাচিত পরের সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”

সব দলের অংশগ্রহণের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনে মার্কিন কংগ্রেসম্যানদের এ আহ্বান এমন এক সময়ে করা হয়েছে যখন চব্বিশের অভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ সন্ত্রাসী কাজের অপরাধের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। পরে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। এটির ছাত্র সংগঠন ছাত্রলীগকেও একই অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে।

সম্পর্কিত