সিলেট প্রতিনিধি

সিলেটের চার জেলার পুলিশ সুপার পরিবর্তনের পর এবার বিভাগের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। লটারির মাধ্যমে মোট ৩৯টি থানায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে একসঙ্গে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগের সিদ্ধান্তের অংশ হিসেবেই সিলেট বিভাগের এই ৩৯টি থানায় বদলির আদেশ কার্যকর হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে কর্মকর্তাদের থানায় দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেট জেলায় ১১টি থানায় নতুন ওসি দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জে মোহাম্মদ সফিকুল ইসলাম খান, গোলাপগঞ্জে মো. আরিফুল ইসলাম, জৈন্তাপুরে মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং ফেঞ্চুগঞ্জে আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির দায়িত্ব গ্রহণ করেছেন।
সুনামগঞ্জ জেলায় ১২টি থানায় একযোগে নতুন কর্মকর্তারা দায়িত্বে যোগ দিয়েছেন। সুনামগঞ্জ সদরে মো. রতন শেখ, দিরাইয়ে এনামুল হক চৌধুরী, ছাতকে মোহাম্মদ মিজানুর রহমান এবং তাহিরপুরে মো. আমিনুল ইসলাম নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
হবিগঞ্জ জেলায় ৯টি থানায় ওসি বদলি হয়েছে। হবিগঞ্জ সদরে মো. দেলোয়ার হোসেন, বাহুবলে মো. সাইফুল ইসলাম ও বানিয়াচংয়ে শরিফ আহমেদ নতুন দায়িত্বে এসেছেন।
মৌলভীবাজার জেলায় ৭টি থানায় বদলি হয়েছে। মৌলভীবাজার সদরে মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গলে শেখ জহিরুল ইসলাম মুন্না ও রাজনগরে মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন।

সিলেটের চার জেলার পুলিশ সুপার পরিবর্তনের পর এবার বিভাগের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলি করা হয়েছে। লটারির মাধ্যমে মোট ৩৯টি থানায় নতুন ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারা দেশে একসঙ্গে ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগের সিদ্ধান্তের অংশ হিসেবেই সিলেট বিভাগের এই ৩৯টি থানায় বদলির আদেশ কার্যকর হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে কর্মকর্তাদের থানায় দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিলেট জেলায় ১১টি থানায় নতুন ওসি দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে কোম্পানীগঞ্জে মোহাম্মদ সফিকুল ইসলাম খান, গোলাপগঞ্জে মো. আরিফুল ইসলাম, জৈন্তাপুরে মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং ফেঞ্চুগঞ্জে আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির দায়িত্ব গ্রহণ করেছেন।
সুনামগঞ্জ জেলায় ১২টি থানায় একযোগে নতুন কর্মকর্তারা দায়িত্বে যোগ দিয়েছেন। সুনামগঞ্জ সদরে মো. রতন শেখ, দিরাইয়ে এনামুল হক চৌধুরী, ছাতকে মোহাম্মদ মিজানুর রহমান এবং তাহিরপুরে মো. আমিনুল ইসলাম নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
হবিগঞ্জ জেলায় ৯টি থানায় ওসি বদলি হয়েছে। হবিগঞ্জ সদরে মো. দেলোয়ার হোসেন, বাহুবলে মো. সাইফুল ইসলাম ও বানিয়াচংয়ে শরিফ আহমেদ নতুন দায়িত্বে এসেছেন।
মৌলভীবাজার জেলায় ৭টি থানায় বদলি হয়েছে। মৌলভীবাজার সদরে মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গলে শেখ জহিরুল ইসলাম মুন্না ও রাজনগরে মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন।