চরচা প্রতিবেদক

পুরান ঢাকার সূত্রাপুর থানার শ্যামবাজার এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামের এক হলুদ–মরিচ ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে নিহত ব্যক্তি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান বলেন, ‘’খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখনো স্পষ্ট নয় কারা এ হামলায় জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে।‘’
ওসি আরও জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পুরান ঢাকার সূত্রাপুর থানার শ্যামবাজার এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামের এক হলুদ–মরিচ ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে নিহত ব্যক্তি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান বলেন, ‘’খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এখনো স্পষ্ট নয় কারা এ হামলায় জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে।‘’
ওসি আরও জানান, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।