ভেনেজুয়েলার মন্ত্রীর দাবি

মাদুরোকে তুলে আনার অভিযানে ১০০ জনকে হত্যা করেছে আমেরিকা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাদুরোকে তুলে আনার অভিযানে ১০০ জনকে হত্যা করেছে আমেরিকা
নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য চালানো মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জানিয়েছেন, গত শনিবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য চালানো আমেরিকান হামলায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভেনেজুয়েলা সরকার এর আগে নিহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি, তবে দেশটির সেনাবাহিনী তাদের ২৩ জন সদস্যের মৃত্যুর একটি তালিকা প্রকাশ করেছে।

ভেনেজুয়েলার কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।

অন্যদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় নিয়োজিত তাদের সামরিক ও গোয়েন্দা বিভাগের ৩২ জন সদস্য এই হামলায় নিহত হয়েছেন।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস ওই মার্কিন অভিযানের সময় মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া মাদুরো পায়ে আঘাত পেয়েছেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গত মঙ্গলবার অভিযানে নিহত সামরিক বাহিনীর সদস্যদের স্মরণে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন।

সম্পর্কিত