অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ১

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ১
সিআইডি। ছবি: চরচা

অনলাইন ইনভেস্টমেন্টের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের একজনকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।

আজ শুক্রবার সিআইডি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, গত ৪ ডিসেম্বর রাজধানীর একটি বাসা থেকে নাদিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসারের হোয়াটসঅ্যাপে ‘নাজনীন’ নামধারী এক প্রোফাইল যোগাযোগ করে। নিজেকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্কের প্রতিনিধি বলে পরিচয় দেয় তিনি। বাড়িতে বসে পার্ট-টাইম কাজ করে আয় করার প্রলোভন দিলে ভুক্তভোগী সরল বিশ্বাসে যোগাযোগ চালিয়ে যান।

প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনের মতো ছোট কাজের বিনিময়ে বিকাশে ১৫০ থেকে ২০০ টাকা পাঠিয়ে আস্থা অর্জনের চেষ্টা করে প্রতারকরা। এরপর @upworkfrontdesk2013 নামের একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয় ভুক্তভগীকে। যেখানে ভুয়া সদস্যরা অনেক অর্থ উপার্জনের অভিনয় করে।

পরবর্তী ধাপে ‘বড় টাস্ক’-এর কথা বলে প্রতারকরা ভুক্তভোগীকে ‘ক্রিপটো অ্যাকাউন্ট’ খোলার জন্য দুই হাজার টাকা দিতে বলে। এরপর আরও বিনিয়োগ করলে টাকার পরিমাণ সাত হাজার হবে। যা পরবর্তীতে ক্যাশ আউট করা যাবে বলে জানায় চক্রটি।

অর্থ উত্তোলনের চেষ্টা করা হলে ভুক্তভোগীকে জানানো হয়,ক্যাশ আউট করার জন্য আরও ১৫,৮০০ টাকা দিতে হবে। পরবর্তীতে টাকা দেওয়া হলে, নতুন শর্ত, ভুয়া ব্যালেন্স সহ বড় লাভের লোভ দেখায় চক্রটি।

ঘটনার পরে লালবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী। পরবর্তীতে সিআইডির সিপিসি ইউনিট একজনকে গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত