চরচা ডেস্ক

নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর। সম্প্রতি এই সফরের অংশ হিসেবে মেসি গিয়েছিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র 'ভান্তারা'তে। সে সময় মেসির হাতে একটি অত্যন্ত বিরল এবং বেশ দামি ঘড়ি দেখা যায়।
বিখ্যাত ‘রিচার্ড মিল’ ব্র্যান্ডের ঘড়িটি তাকে অনন্ত আম্বানি উপহার দিয়েছেন। অতি বিরল আরএম ০০৩-ভি২ জিএমটি ট্যুরবিলনের 'এশিয়া সংস্করণ' ঘড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১.২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। জানা গেছে, এটি একটি সীমিত সংস্করণের ঘড়ি। সারা দুনিয়াতে এই ঘড়ি আছে মাত্র ১২টি।
এই ঘড়িগুলো সাধারণত পৃথিবীর সবচেয়ে হালকা যান্ত্রিক ঘড়ি হিসেবে পরিচিত। এদের ওজন স্ট্র্যাপসহ মাত্র ১৮ থেকে ২০ গ্রামের মতো হতে পারে, যা একটি ছোট কাগজের ক্লিপের চেয়েও হালকা। অথচ এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে মহাকাশযানে ব্যবহৃত গ্রেড-৫ টাইটানিয়াম এবং কার্বন টিপিটির মতো অত্যন্ত মজবুত উপাদান।
এর ভেতরে থাকা ট্যুরবিলন মেকানিজম মধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে ঘড়িকে নিখুঁত সময় দিতে সাহায্য করে। রিচার্ড মিলের ঘড়িগুলো এমনভাবে তৈরি যে, এগুলো প্রচণ্ড ঝাঁকুনি বা আঘাত পেলেও টেনিস খেলা বা গাড়ি দুর্ঘটনার সময় নষ্ট হয় না। এমনকি ৫ হাজার থেকে ১০ হাজার জি-ফোর্স সহ্য করার ক্ষমতা রাখে এই সূক্ষ্ম যন্ত্রটি।
মেসি ছাড়াও এই সীমিত সংস্করণের ঘড়িটি যে সকল বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সংগ্রহে রয়েছে তারা হলেন- ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান ড্রাইভার মিক শুমাখার, এফআইএর সাবেক প্রেসিডেন্ট এবং ফেরারি টিমের প্রধান জঁ তোদ, জোহরের ক্রাউন প্রিন্স তুঙ্কু ইসমাইল ইবনি সুলতান ইব্রাহিম এবং প্রখ্যাত ঘড়ি নির্মাতা কারি ভাউতিলিনেন।
তথ্যসূত্র: বিজনেস টুডে

নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল তারকা লিওনেল মেসির ভারত সফর। সম্প্রতি এই সফরের অংশ হিসেবে মেসি গিয়েছিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র 'ভান্তারা'তে। সে সময় মেসির হাতে একটি অত্যন্ত বিরল এবং বেশ দামি ঘড়ি দেখা যায়।
বিখ্যাত ‘রিচার্ড মিল’ ব্র্যান্ডের ঘড়িটি তাকে অনন্ত আম্বানি উপহার দিয়েছেন। অতি বিরল আরএম ০০৩-ভি২ জিএমটি ট্যুরবিলনের 'এশিয়া সংস্করণ' ঘড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১.২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। জানা গেছে, এটি একটি সীমিত সংস্করণের ঘড়ি। সারা দুনিয়াতে এই ঘড়ি আছে মাত্র ১২টি।
এই ঘড়িগুলো সাধারণত পৃথিবীর সবচেয়ে হালকা যান্ত্রিক ঘড়ি হিসেবে পরিচিত। এদের ওজন স্ট্র্যাপসহ মাত্র ১৮ থেকে ২০ গ্রামের মতো হতে পারে, যা একটি ছোট কাগজের ক্লিপের চেয়েও হালকা। অথচ এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে মহাকাশযানে ব্যবহৃত গ্রেড-৫ টাইটানিয়াম এবং কার্বন টিপিটির মতো অত্যন্ত মজবুত উপাদান।
এর ভেতরে থাকা ট্যুরবিলন মেকানিজম মধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে ঘড়িকে নিখুঁত সময় দিতে সাহায্য করে। রিচার্ড মিলের ঘড়িগুলো এমনভাবে তৈরি যে, এগুলো প্রচণ্ড ঝাঁকুনি বা আঘাত পেলেও টেনিস খেলা বা গাড়ি দুর্ঘটনার সময় নষ্ট হয় না। এমনকি ৫ হাজার থেকে ১০ হাজার জি-ফোর্স সহ্য করার ক্ষমতা রাখে এই সূক্ষ্ম যন্ত্রটি।
মেসি ছাড়াও এই সীমিত সংস্করণের ঘড়িটি যে সকল বিশ্বখ্যাত ব্যক্তিত্বের সংগ্রহে রয়েছে তারা হলেন- ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, ফর্মুলা ওয়ান ড্রাইভার মিক শুমাখার, এফআইএর সাবেক প্রেসিডেন্ট এবং ফেরারি টিমের প্রধান জঁ তোদ, জোহরের ক্রাউন প্রিন্স তুঙ্কু ইসমাইল ইবনি সুলতান ইব্রাহিম এবং প্রখ্যাত ঘড়ি নির্মাতা কারি ভাউতিলিনেন।
তথ্যসূত্র: বিজনেস টুডে