তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যতম আলোচনার বিষয় ছিল-তারেক রহমান কবে দেশে আসবেন। অবশেষে এলো সেই মুহূর্ত। সব আলোচনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইনসের নিয়মিত ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার ৯টা ৫৭ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর ১১টা ৫৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে উড়োজাহাজটি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই এ ঘটনা বিশ্ব রাজনীতিতেও আলোচনার বিষয় হয়ে উঠেছে, ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে এই খবর।

ছবি: স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ‘নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরে আসছেন বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান’ শিরোনামে এক প্রতিবেদন করেছে। এতে বলা হয়েছে, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে দল থেকে ৫০ লাখ সমর্থকের সমাবেশের লক্ষ্য নেওয়া হয়েছে।

রয়টার্স বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সেইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন পরবর্তীতে প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার।

ছবি: স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ‘বাংলাদেশের বিরোধী নেতা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি জানিয়েছে, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর তাদের নেতা তারেক রহমান দেশে ফিরছে।

আল-জাজিরা আরও বলেছে, শেখ হাসিনার পতনের পর বিএনপি নতুন করে গতি ফিরে পেয়েছে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গুরুত্ব নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনের শিরোনাম ‘দেশে ফিরছেন খালেদার ছেলে তারেক রহমান: ফিরে দেখা নির্বাসন’।

ছবি: স্ক্রিনশট
ছবি: স্ক্রিনশট

এনডিটিভি বলছে, প্রায় ১৭ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। তাকে স্বাগত জানাতে ৫০ লাখ মানুষের বিশাল সমাবেশ আয়োজন প্রস্তুতি নিয়েছে তার দল বিএনপি।

পাকিস্তানের সংবাদমাদ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দীর্ঘদিনের শাসক পরিবারের উত্তরসূরি ও দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর এবং নির্বাচনের আগমুহূর্তে দেশে ফিরছেন।

সম্পর্কিত