৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান, দাবি হোয়াইট হাউসের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান, দাবি হোয়াইট হাউসের
ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ছবি: রয়টার্স

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়েছে।

ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, “আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল।”

ক্যারোলিন লিভিট আরও জানান, ইরানে বিক্ষোভকারীদের হত্যা অব্যাহত রাখলে দেশটির সরকারকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বুধবার জানিয়েছে, এ পর্যন্ত অন্তত তিন হাজার ৪২৪ জন বিক্ষোভকারীকে হত্যা করেছেন ইরানের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই দেশজুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়।

এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং সময়ের সঙ্গে সঙ্গে এর তীব্রতা বাড়তে থাকে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই বিক্ষোভের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন। ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকার যদি কঠোর ও দমনমূলক পথে আন্দোলন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে সামরিক অভিযান চালানো হতে পারে এমন হুমকিও তিনি একাধিকবার দিয়েছেন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, তার সরকার জনগণের দাবি ও অভিযোগ শোনার জন্য প্রস্তুত।

সম্পর্কিত