আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ৩০টির বেশি দেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে ৩০টির বেশি দেশ
আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোম। ছবি: রয়টার্স

আমেরিকায় ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৩০টিরও বেশি করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজের ‘দ্য ইংরাহাম অ্যাঙ্গেলে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোম।

তিনি বলেন, “আমি সুনির্দিষ্ট সংখ্যা বলব না, তবে ৩০টির বেশি হবে। আরও দেশকে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য মূল্যায়ন করছেন প্রসিডেন্ট।”

তবে কোন কোন দেশ নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে, তা বলেননি নোম।

এর আগে, বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন অস্থায়ীভাবে স্থগিত করে ট্রাম্প প্রশাসন। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাইস।

ওই ১৯ দেশের মধ্যে রয়েছে—আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন যাদের ওপর জুনে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাও রয়েছে, যারা আগে আংশিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।

সম্পর্কিত