ডিএমপিতে লটারিতে বদলি ১৩ ডিসি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডিএমপিতে লটারিতে বদলি ১৩ ডিসি
প্রধান বিচারপতির সরকারি বাসভবন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ছবি: বাসস

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ে লটারির মাধ্যমে একযোগে ১৩ ডিসি বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। এবারই প্রথম ডিএমপিতে লটারির মাধ্যমে ডিসিদের পদায়নের সিদ্ধান্ত বাস্তবায়ন হলো।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আ ফ ম আনোয়ার হোসেন খানকে পিওএম–পশ্চিম বিভাগে, মোহাম্মদ মাকছুদের রহমানকে প্রটেকশন বিভাগে, শাহরিয়ার আলীকে উত্তরা বিভাগে এবং মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে গোয়েন্দা– সাইবার দক্ষিণ বিভাগে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে মিরপুর বিভাগে, রওনক আলমকে গুলশান বিভাগে, মো. আমীর খসরুকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগে, মোহাম্মদ ছানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মোহাম্মদ হারুন অর রশিদকে মতিঝিল বিভাগে, মল্লিক আহসান উদ্দিন সামীকে ওয়ারী বিভাগে এবং মো. তারেক মাহমুদকে লালবাগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পর্কিত