পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে হাটে বালুবাহী ট্রাক, নিহত ৪

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে হাটে বালুবাহী ট্রাক, নিহত ৪
রাজশাহীতে বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছে। ছবি: চরচা

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া বাজারের কলাহাটায় এই দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল কাজী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাটের দিন হওয়ায় ঝলমলিয়া বাজার এলাকায় সকাল থেকেই ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যাপক সমাগম ছিল। হঠাৎ দ্রুতগতির বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল কাজী বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

সম্পর্কিত