হাসপাতালে-হাসপাতালে ঘুরেও মিলল না ‘সাপের কামড়ের ভ্যাকসিন’, শিশুর মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাসপাতালে-হাসপাতালে ঘুরেও মিলল না ‘সাপের কামড়ের ভ্যাকসিন’, শিশুর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির পাশে স্বজনদের আহাজারি। ছবি: চরচা

ঢাকার সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকায় সাপের কামড়ে শিখা মনি (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটি স্থানীয় বাসিন্দা দুবাই প্রবাসী জহুরুল ইসলামের মেয়ে। তার মা জেসমিন আক্তার শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পরিবার।

নিহত শিশুর নানী শাহনাজ বেগম জানান, আজ দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে ঘাস খেতে খেলতে গিয়েছিল শিখা মনি। এ সময় হঠাৎ একটি সাপ এসে তার বাম পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবার দ্রুত তাকে সাভার উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একটি ওষুধ লিখে দেন এবং দুই বেলা খাওয়ানোর পরামর্শ দেন। কিন্তু বাড়ি ফেরার পরই শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তিনি আরও জানান, এরপর শিখাকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর দেখে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেখানে গিয়েও জানা যায়, সাপের কামড়ের অ্যান্টিভেনম নেই। এরপর পাঠানো হয় মহাখালী হাসপাতালে। সেখানেও একই উত্তর– ভ্যাকসিন নেই। অবশেষে সারাদিন অ্যাম্বুলেন্স আর যানজটের সঙ্গে যুদ্ধ করে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাতে। পরে রাত আটটার দিকে ঢামেক জরুরি বিভাগে পৌঁছালে চিকিৎসকরা শিখা মনিকে মৃত ঘোষণা করেন।

শাহনাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘’এত বড় দেশে সাপের ভ্যাকসিন নেই, আমরা কেমনে কারে কমু।‘’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত