রূপগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রূপগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় মো. মনির হোসেন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ থানাধীন বিশ্বরোড খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ খালপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের জামাতা বিল্লাল হোসেন জানান, সকালে নিজের জমিতে কাজ করতে যাওয়ার জন্য বাড়ির পাশের বিশ্বরোড পার হচ্ছিলেন মনির হোসেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিল্লাল হোসেন আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ জব্দ করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত