চরচা ডেস্ক

পবিত্র কোরআনের কয়েক শতাব্দীপ্রাচীন একটি কপি হাতে নিয়ে শপথ নিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ শপথ অনুষ্ঠিত হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্যতিক্রমী ভেন্যু ও মধ্যরাতের শপথ নিউইয়র্কের দীর্ঘদিনের ঐতিহ্য। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। তিনি হলেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা–বংশোদ্ভূত প্রথম মেয়র।
এদিকে জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরোনো কপিটি নির্বাচন করেছেন একজন গবেষক।
নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সব সময়ই সোচ্চার ছিলেন। বিশ্লেষকরা বলছেন, প্রগতিশীল ধারার নতুন নেতৃত্ব তরুণ এই মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানটি ঐতিহ্যের পাশাপাশি পরিবর্তনের এক বড় বার্তা বহন করছে।
ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের মিশেলে জোহরান মামদানির এই অভিষেককে নিউইয়র্কবাসী এবং আন্তর্জাতিক মহল দেখছে এক ঐতিহাসিক জয় হিসেবে।

পবিত্র কোরআনের কয়েক শতাব্দীপ্রাচীন একটি কপি হাতে নিয়ে শপথ নিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ শপথ অনুষ্ঠিত হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্যতিক্রমী ভেন্যু ও মধ্যরাতের শপথ নিউইয়র্কের দীর্ঘদিনের ঐতিহ্য। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। তিনি হলেন নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা–বংশোদ্ভূত প্রথম মেয়র।
এদিকে জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরোনো কপিটি নির্বাচন করেছেন একজন গবেষক।
নিউইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সব সময়ই সোচ্চার ছিলেন। বিশ্লেষকরা বলছেন, প্রগতিশীল ধারার নতুন নেতৃত্ব তরুণ এই মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানটি ঐতিহ্যের পাশাপাশি পরিবর্তনের এক বড় বার্তা বহন করছে।
ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যের মিশেলে জোহরান মামদানির এই অভিষেককে নিউইয়র্কবাসী এবং আন্তর্জাতিক মহল দেখছে এক ঐতিহাসিক জয় হিসেবে।