ইউক্রেন দখলে রাশিয়ার ৪ লাখ সেনা হতাহত: ইউক্রেন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইউক্রেন দখলে রাশিয়ার ৪ লাখ সেনা হতাহত: ইউক্রেন
রাশিয়া-ইউক্রেন পতাকা।

ইউক্রেনের প্রায় ৬ লাখ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ০.৮ শতাংশ ভূমি দখল করেছে রাশিয়া। আর এই অঞ্চল দখল করতে গিয়ে রাশিয়ার প্রায় ৪ লাখ ২০ হাজার সৈন্য হতাহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্ডার সিরস্কি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে রুশ বাহিনী ইউক্রেনের ৬,৬৪০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে এবং ৩৩৪টি জনপদ দখলে নিয়েছে।

তবে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডাব্লিউ) জানিয়েছে, তারা ৪,৯৫২ বর্গকিলোমিটার এলাকা এবং ২৪৫টি জনপদে রুশ উপস্থিতির প্রমাণ পেয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফের দেওয়া হিসাব অনুযায়ী, এই যুদ্ধে রাশিয়ার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হলো, ১২ লাখের বেশি সৈন্য নিহত ও আহত হয়েছে। প্রায় ১১ হাজার পাঁচশটি ট্যাংক, ২৪ হাজার সাঁজোয়া যান, ৩৭ হাজারের বেশি আর্টিলারি, ৭৮১টি বিমান এবং ৪ হাজারের-এরও বেশি ক্ষেপণাস্ত্র।

সম্পর্কিত