ইউরোমানি'র দৃষ্টিতে বাংলাদেশে সেরা 'ট্রানজ্যাকশন ব্যাংক' এইচএসবিসি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইউরোমানি'র দৃষ্টিতে বাংলাদেশে সেরা 'ট্রানজ্যাকশন ব্যাংক' এইচএসবিসি
এইচএসবিসি কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বজুড়ে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ছবি: বাসস

দেশের শীর্ষস্থানীয় ট্রানজ্যাকশন ব্যাংক হিসেবে সেরা পারফরম্যান্সের জন্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশকে ‘সেরা ট্রানজ্যাকশন ব্যাংক’ হিসেবে মনোনীত করেছে বিশ্বখ্যাত ব্যবসাভিত্তিক ব্রিটিশ সাময়িকী ইউরোমানি। এই আন্তর্জাতিক স্বীকৃতি মূলত বাংলাদেশের বাণিজ্য প্রবাহে এইচএসবিসি-র ব্যাপক অবদান এবং বড় করপোরেট প্রতিষ্ঠান ও আন্তঃসীমান্ত সাপ্লাই চেইনের আধুনিকীকরণে ব্যাংকটির ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন।

ইউরোমানি'র মূল্যায়ন অনুযায়ী, এইচএসবিসি কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বজুড়ে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সাময়িকীটি এইচএসবিসি-কে ‘বিশ্বের সেরা ট্রেড ফিন্যান্স ব্যাংক’ এবং এশিয়া, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সেরা ট্রেড ফিন্যান্স ব্যাংক হিসেবেও ভূষিত করেছে।

এ সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসবিসি-র এই সাফল্যের পেছনে প্রধান কারিগর হলো তাদের সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম। ব্যাংকটি সম্পূর্ণ কাগজবিহীন ও রিয়েল-টাইম ট্রেড লোন নিশ্চিত করতে ‘ট্রেড-পে’ সেবা চালু করেছে। এ ছাড়া অটোমেটেড সাপ্লাই চেইন ফিন্যান্স (এসসিএফ) এবং রিসিভেবলস ফিন্যান্স (আরএফ) সলিউশনের মাধ্যমে গ্রাহকদের কার্যকরী মূলধন ব্যবস্থাপনা আরও সহজ করেছে। ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যাংকটি সরকারের অটোমেটেড চালান সিস্টেমের সাথে যুক্ত হয়েছে এবং এপিআই সুবিধা চালু করেছে, যা গ্রাহকদের নিজস্ব ইআরপি প্ল্যাটফর্ম থেকেই সরাসরি লেনদেনের সুযোগ দেয়।

এই অর্জন প্রসঙ্গে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, "এই স্বীকৃতি আমাদের ওপর গ্রাহকদের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশে বাণিজ্য ও নগদ অর্থ প্রবাহের আধুনিকীকরণে আমরা কত দূর এগিয়েছি, তার প্রমাণ। আমরা আমাদের গ্রাহকদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং একটি ক্রমবর্ধমান ডিজিটাল ও সংযুক্ত ব্যবসায়িক পরিবেশে তাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পুরস্কার আমাদের সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং গ্রাহকদের প্রবৃদ্ধি ও আত্মবিশ্বাসের সাথে কাজ করার উপযোগী সমাধান প্রদানে অনুপ্রাণিত করবে।”

৫৭টিরও বেশি দেশ ও অঞ্চলে বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে এইচএসবিসি বাংলাদেশের ব্যবসাগুলোকে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত হতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিচ্ছে। উন্নত, নিরাপদ এবং বিশ্বব্যাপী সংযুক্ত সমাধান প্রদানের মাধ্যমে বাণিজ্য সহজ করাই ব্যাংকটির মূল লক্ষ্য। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়নে এইচএসবিসি-র অবস্থানকে আরও সুসংহত করল।

সম্পর্কিত