‘লংমার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয়’ কর্মসূচির হুঁশিয়ারি বিএম কলেজ শিক্ষার্থীদের

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
‘লংমার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয়’ কর্মসূচির হুঁশিয়ারি বিএম কলেজ শিক্ষার্থীদের
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ। ছবি: চরচা

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য ‘বাকসু’ নাম প্রত্যাহার করা না হলে ‘লংমার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয়’ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বিএম কলেজে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, ১৯৫২ সালে ছাত্র সংসদ ‘বাকসু’ প্রতিষ্ঠার পর থেকে ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থানসহ নানা ধরনের মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনেও ছাত্র সংসদ ভূমিকা রেখেছিল। বহু বছর আগে থেকেই ‘বাকসু’ নামটি বিএম কলেজ বহন করে আসছে বলে জানায় সাধারণ শিক্ষার্থীরা।

বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা আরও জানায়, বরিশাল বিশ্ববিদ্যালয় ৯২তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদের জন্য ‘বাকসু’ নামটি অনুমোদন দিয়েছে। যা সত্যের বিকৃতি এবং অন্য প্রতিষ্ঠানের পরিচয় জবরদখল এবং সুস্পষ্ট অসম্মান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানায়। তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদিত ‘বাকসু’ নামের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য স্বতন্ত্র, নতুন ও নিজস্ব নাম ঘোষণা, বিএম কলেজ ছাত্র সংসদের নাম নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি বন্ধে বিশ্ববিদ্যালয়কে লিখিত অবস্থান বাস্তবায়ন করতে হবে।

আগামী ৭ ডিসেম্বর বরিশালের নথুল্লাবাদে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু বরিশাল বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় শিক্ষার্থীরা।

সম্পর্কিত