চরচা ডেস্ক

ইস্পাহানি–প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। সোমবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৭–৬ গোলে হারিয়েছে গতবারের শিরোপাজয়ী গণবিশ্ববিদ্যালয়কে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই গোল করেছে। সাডেন ডেথের প্রথম দুই শটের দুটিতেই সফল দুই দল। ৬–৬ সমতার সময় আবার সাডেন ডেথের প্রথম শটে লক্ষ্যভেদে ব্যর্থ হন গণবিশ্ববিদ্যালয়ের সিফাত শাহরিয়ার। তাঁর শট আটকে দেন এআইইউবির গোলকিপার মেহেদী হাসান। এরপর এআইইউবির রাশেদুল ইসলাম জিহান গোল করে নিজ দলকে শিরোপার আনন্দে ভাসান।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন। ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি, টুর্নামেন্ট কমিটির প্রধান সাবেক ফুটবল তারকা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, টেকনিক্যাল কমিটির প্রধান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, টুর্নামেন্ট কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের বিপণন মহা ব্যবস্থাপক ওমর হান্নান, ক্রীড়া লেখক ইকরামউজ্জামান ও দুলাল মাহমুদ।

ইস্পাহানি–প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। সোমবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে ৭–৬ গোলে হারিয়েছে গতবারের শিরোপাজয়ী গণবিশ্ববিদ্যালয়কে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই গোল করেছে। সাডেন ডেথের প্রথম দুই শটের দুটিতেই সফল দুই দল। ৬–৬ সমতার সময় আবার সাডেন ডেথের প্রথম শটে লক্ষ্যভেদে ব্যর্থ হন গণবিশ্ববিদ্যালয়ের সিফাত শাহরিয়ার। তাঁর শট আটকে দেন এআইইউবির গোলকিপার মেহেদী হাসান। এরপর এআইইউবির রাশেদুল ইসলাম জিহান গোল করে নিজ দলকে শিরোপার আনন্দে ভাসান।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হোসেন। ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি, টুর্নামেন্ট কমিটির প্রধান সাবেক ফুটবল তারকা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, টেকনিক্যাল কমিটির প্রধান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, টুর্নামেন্ট কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল, সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের বিপণন মহা ব্যবস্থাপক ওমর হান্নান, ক্রীড়া লেখক ইকরামউজ্জামান ও দুলাল মাহমুদ।