ভোট ঘিরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভোট ঘিরে ৫ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
২০০১ সালে প্রথমবারের মতো নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত হয়। ছবি: বাসস

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। সরকারি নির্দেশনায় আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকায় ভোটেও তা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিপত্র থেকে এ তথ্য জানা গেছে।

পরিপত্র অনুযায়ী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যতীত আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী ভোটের সময় পাঁচ দিন মোতায়েন থাকবে। নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরদিন পর্যন্ত মোতায়েন থাকবে।

ভোটকে কেন্দ্র করে স্থায়ী ও ভ্রাম্যমাণ উভয় ধরনের দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরিপত্র অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টগুলোও এর আওতায় পড়বে।

টহল ও অভিযানিক দলগুলোকে ভ্রাম্যমাণ মোতায়েনের আওতাভুক্ত করা হয়েছে। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স এবং এলাকভিত্তিক মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত ফোর্সকেও ভ্রাম্যমাণ মোতায়েনের আওতাভুক্ত করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, শুধুমাত্র আনসার সদস্যরা একদিন অতিরিক্ত দায়িত্ব পালন করবে। অর্থাৎ ভোটের আগে চারদিন, ভোটের দিন এবং ভোটের পরের একদিন তারা দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ক্ষেত্রে প্রচলিত নিয়মেই ইসি বাজেট বরাদ্দ করবে।

সম্পর্কিত