খালেদা জিয়ার জানাজা-দাফন কখন, কোথায়?

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
খালেদা জিয়ার জানাজা-দাফন কখন, কোথায়?
বিএনপির স্থায়ী কমিটির জরুরী বিশেষ সভায় তারেক রহমান। ছবি: ফেসবুক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর স্থায়ী কমিটির জরুরী বিশেষ সভা করেছে দলটি। আজ মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে খালেদা জিয়ার জানাজার সময়সহ বিভিন্ন তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘‘দেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দানের সকল সহযোগিতা প্রদানে সরকারিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা দলীয়ভাবেও অনুরূপ সিদ্ধান্তের সাথে সমন্বয় করে আমাদের কর্মসূচি প্রদান করেছি।”

আগামীকাল বুধবার জানাযা অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘‘আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদ প্লাজায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর জানাজায় জনসমাগমের বিশালতা বিবেচনায় সমগ্র মানিক মিয়া এভিনিউ, মিরপুর রোড, ফার্মগেট এলাকাতেও প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘তাঁর মৃত্যু শুধু সমগ্র জাতিকে অভিভাবকহীন করেছে এমন নয় বরং বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা আর স্বার্বভৌমত্বের সাথে সমান্তরাল এক নক্ষত্রের বিদায়কে হৃদয়স্থ করতে হচ্ছে দেশবাসীকে। এই বিয়োগ বেদনা নিদারুন, এই শূন্যতার ভারবহন সাধ্যতীত।”

এ ছাড়া খালেদা জিয়ার প্রতি দেশবাসীর এই গভীর ভালোবাসায় স্থায়ী কমিটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। খালেদা জিয়াকে ভিআইপি মর্যাদা প্রদান, চিকিৎসায় সার্বিক সহায়তা, তার সম্মানে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

বিএনপির এই নেতা জানান, সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করা হবে। জানাজা শেষে সংসদ এলাকার জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সে তার দাফন সম্পন্ন হবে। এই সকল ধর্মীয় আনুষ্ঠানিকতায় সংযম, শৃঙ্খলা আর ভাব গাম্ভীর্য বজায় রাখতে সর্বস্তরের জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।

দলীয়ভাবে আগামী ৭ দিন শোক পালনের পাশাপাশি দলের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, “বিদেশি মিশন, দূতাবাস ও অফিস সমূহের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপনের সুবিধার্থে গুলশানের চেয়ারপার্সন কার্যালয় ও পল্টনস্থ দলীয় প্রধান কার্যালয়ে আজ থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত শোকবই খোলা থাকবে। এরপরে অন্য কোন কর্মসূচী পালনের সিদ্ধান্ত হলে যথাসময়ে সেটা আপনাদের অবহিত করা হবে।’’

সম্পর্কিত