খালেদা জিয়ার ভিভিআইপি মর্যাদা কার্যকরের নির্দেশ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
খালেদা জিয়ার ভিভিআইপি মর্যাদা কার্যকরের নির্দেশ
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক হয়। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ ঘোষণার করে সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সরকারের একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

সোমবার সরকার বলেছিল, অসুস্থ খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা করা হয়েছে। যার মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার সুযোগ তৈরি হল।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয়। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবিনতি হলে তাকে হাসপাতালে রাখা হয়েছে ‘স্পেশাল কেয়ারে’।

সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসছেন বলে জানিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

সরকারের বিবৃতি বলা হয়, উপদেষ্টা পরিষদের সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।

সম্পর্কিত