হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদির ওপর হামলাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

আজ শনিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টা বলে মনে করে সরকার। ওসমান হাদির ওপর হামলার ঘটনা তদন্তে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

এসময় জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি।

এদিকে, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরুর কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নির্বাচনে যারা অংশ নেবেন, তারা চাইলে সরকার ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেবে। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র জমা দেওয়া থাকলে তা ফেরত নেওয়ার সুযোগও দেবে সরকার।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও তার নিরাপত্তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নাই।

সম্পর্কিত