সিলেট প্রতিনিধি

সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক রাকিব হোসেন নিহত হয়েছেন এবং অন্তত ৮ জন আহত হয়েছেন । আজ শনিবার সকাল ৭টার দিকে ছাতকের বুড়াইরগাঁও–আলমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি খালে উল্টে পড়ে। ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহনের এসি বাসটি দ্রুতগতিতে আসার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী আহত হন।
তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনা বাসের চালকও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে দুইটি গাড়িই জব্দ করা হয়েছে ।

সুনামগঞ্জ–সিলেট মহাসড়কে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক রাকিব হোসেন নিহত হয়েছেন এবং অন্তত ৮ জন আহত হয়েছেন । আজ শনিবার সকাল ৭টার দিকে ছাতকের বুড়াইরগাঁও–আলমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের একটি খালে উল্টে পড়ে। ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহনের এসি বাসটি দ্রুতগতিতে আসার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির অন্তত ৯ থেকে ১০ জন যাত্রী আহত হন।
তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এনা বাসের চালকও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনাস্থল থেকে দুইটি গাড়িই জব্দ করা হয়েছে ।