চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মদের কারখানার সন্ধান, আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মদের কারখানার সন্ধান, আটক ২
চট্টগ্রাম। ছবি: চরচা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা মদসহ কারখানা জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময়ে প্রায় ৪০ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম সুমন চাকমা ও তার স্ত্রী পরিচয়ে থাকা এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ পাশে একটি ছোট ঘরে সুমন চাকমা মদ তৈরি করতেন। পরবর্তীতে প্রক্টরিয়াল টিম তাকে বাংলা মদসহ আটক করে।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “মাদকদ্রব্য আইন, বন্যপ্রাণী হত্যা, অসামাজিক কার্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে চালান দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া জমিতে অবৈধভাবে এই ব্যবসা এবং অনুমতিহীন গাছ কাটার অপরাধে লিজ বাতিলের পাশাপাশি অর্থদণ্ড করা হবে।”

এছাড়া জিজ্ঞাসাবাদে সুমন বন্য শুকর, হরিণসহ বিভিন্ন প্রাণী শিকারের কথাও স্বীকার করেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

সম্পর্কিত