চরচা ডেস্ক

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) এবার সম্ভবত খুজে পেয়েছে মহাবিশ্বের প্রাচীনতম নক্ষত্রপুঞ্জের। ধারণা করা হচ্ছে বিগ ব্যাং-এর ঠিক পরেই এদের জন্ম।
গত মাসে প্রকাশিত ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’র একটি গবেষণাপত্র অনুসারে, এই প্রাচীন নক্ষত্রগুলো রয়েছে পৃথিবী থেকে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত ল্যাপ ১-বি নামক গ্যালাক্সিতে। মহাবিশ্বের এই পুরাতন নক্ষত্ররাজিকে ‘পপুলেশন থ্রি’ বা ‘পপ থ্রি’ নক্ষত্রও বলা হয়।
জ্যোতির্বিজ্ঞানী ইলি ভিসবাল’র নেতৃত্বে একটি দল পপ থ্রি’র অস্তিত্বের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। জেডব্লিউএসটি এর ইনফ্রারেড বর্ণালী বিশ্লেষণ করে দেখা গেছে যে এই নক্ষত্র থেকে নির্গত আল্ট্রা ভায়োলেট রশ্মি সূর্যের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী।
নক্ষত্র হওয়ার জন্য তিনটি মৌলিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। আর পপ থ্রি-র নক্ষত্ররাজি সেগুলো পূরণ করছে। এই তিনটি তাত্ত্বিক শর্ত হলো-
১. এই নক্ষত্রগুলো কম ধাতুবিশিষ্ট (হাইড্রোজেন ও হিলিয়াম) পরিবেশে তৈরি হয়েছিল, যেখানে তাপমাত্রা নক্ষত্র গঠনের জন্য উপযুক্ত ছিল।
২. তারা অল্প ভরবিশিষ্ট গুচ্ছে তৈরি হয়েছিল, যেখানে শুধুমাত্র কয়েকটি খুব বড় আকারের নক্ষত্র উপস্থিত ছিল।
৩. গুচ্ছটি আদি ভর ফাংশনের গাণিতিক শর্ত পূরণ করে।
স্পেস ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে ভিসবাল বলেন, “যদি সত্যিই এগুলো পপ থ্রি নক্ষত্র হয়ে থাকে, তবে এবারই প্রথম আদিম নক্ষত্রগুলোর সন্ধান পাওয়া গেল।”

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) এবার সম্ভবত খুজে পেয়েছে মহাবিশ্বের প্রাচীনতম নক্ষত্রপুঞ্জের। ধারণা করা হচ্ছে বিগ ব্যাং-এর ঠিক পরেই এদের জন্ম।
গত মাসে প্রকাশিত ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’র একটি গবেষণাপত্র অনুসারে, এই প্রাচীন নক্ষত্রগুলো রয়েছে পৃথিবী থেকে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত ল্যাপ ১-বি নামক গ্যালাক্সিতে। মহাবিশ্বের এই পুরাতন নক্ষত্ররাজিকে ‘পপুলেশন থ্রি’ বা ‘পপ থ্রি’ নক্ষত্রও বলা হয়।
জ্যোতির্বিজ্ঞানী ইলি ভিসবাল’র নেতৃত্বে একটি দল পপ থ্রি’র অস্তিত্বের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। জেডব্লিউএসটি এর ইনফ্রারেড বর্ণালী বিশ্লেষণ করে দেখা গেছে যে এই নক্ষত্র থেকে নির্গত আল্ট্রা ভায়োলেট রশ্মি সূর্যের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী।
নক্ষত্র হওয়ার জন্য তিনটি মৌলিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। আর পপ থ্রি-র নক্ষত্ররাজি সেগুলো পূরণ করছে। এই তিনটি তাত্ত্বিক শর্ত হলো-
১. এই নক্ষত্রগুলো কম ধাতুবিশিষ্ট (হাইড্রোজেন ও হিলিয়াম) পরিবেশে তৈরি হয়েছিল, যেখানে তাপমাত্রা নক্ষত্র গঠনের জন্য উপযুক্ত ছিল।
২. তারা অল্প ভরবিশিষ্ট গুচ্ছে তৈরি হয়েছিল, যেখানে শুধুমাত্র কয়েকটি খুব বড় আকারের নক্ষত্র উপস্থিত ছিল।
৩. গুচ্ছটি আদি ভর ফাংশনের গাণিতিক শর্ত পূরণ করে।
স্পেস ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে ভিসবাল বলেন, “যদি সত্যিই এগুলো পপ থ্রি নক্ষত্র হয়ে থাকে, তবে এবারই প্রথম আদিম নক্ষত্রগুলোর সন্ধান পাওয়া গেল।”