এনআইডি সংশোধন করা যাবে যেসব ক্ষেত্রে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এনআইডি সংশোধন করা যাবে যেসব ক্ষেত্রে
নির্বাচন কমিশন। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও মুদ্রণের কাজ চলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সাতটি গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু তথ্য সংশোধনের সীমিত সুযোগ রাখা হয়েছে।

সোমবার নির্বাচন কমিশনের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। গত ২৪ নভেম্বর থেকে মাঠপর্যায়ে এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল।

ভোটার তালিকা নির্ভুল করতে আপাতত যেসব তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না সেগুলো হলো-নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্ম তারিখ, ভোটারের ঠিকানা ও ছবি।

জরুরি চিকিৎসা, বিদেশে অধ্যয়ন, প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা প্রাপ্তি, এবং চাকুরি সংক্রান্ত প্রয়োজনে সীমিত পরিসরে কিছু কার্যক্রম চলমান থাকবে।

এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়, “মহাপরিচালক, এনআইডি উইংয়ের অনুমোদনক্রমে ভোটার তালিকায় বর্ণিত ৭ টি ফিল্ডের পরিবর্তন ব্যতীত শুধুমাত্র বানান সংক্রান্ত সংশোধন (নাম পরিবর্তন ব্যতীত) ও অন্যান্য ফিল্ডের (স্ত্রী/স্বামীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতার ধরণ, ভোটার ঠিকানা ব্যতীত অন্যান্য ঠিকানা, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ধর্ম ইত্যাদি) তথ্য সংশোধন করা যাবে।”

এতে আরও বলা হয়, “বিশেষ জরুরি প্রয়োজনে ভোটার তালিকার কোনো ফিল্ডের সংশোধনের প্রয়োজন হলে প্রমাণকের ভিত্তিতে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয় এর অনুমোদনক্রমে সংশোধন করা যাবে।”

সম্পর্কিত