চরচা ডেস্ক

২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
স্থানীয় সময় গতকাল শুক্রবার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৪ সালে কারাগার থেকে মুক্তি পাওয়া মোহাম্মদিকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণানুষ্ঠানে ছিলেন। সেই অনুষ্ঠান থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
নার্গিসকে অত্যন্ত ‘হিংস্রভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। নার্গিসসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সবার তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।
এদিকে, নরওয়েজিয়ান নোবেল কমিটি এই গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ইরানকে তার অবস্থান অবিলম্বে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।
২০২৪ সালে প্রাথমিকভাবে মাত্র ৩ সপ্তাহের জন্য তাকে মুক্তি দেওয়া হলেও, চিকিৎসার কারণে বেশ কয়েকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল।
চিকিৎসকদের মতে, তার হাড়ের ক্ষত এবং হৃদরোগের জন্য দীর্ঘমেয়াদী বিশেষ পরিচর্যার প্রয়োজন। চিকিৎসকরা আরও সতর্ক করেছেন, জেলের পরিবেশে ফিরে গেলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে।
নার্গিস মোহাম্মদির জীবনের একটা বড় সময়ই কেটেছে কারাগারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাকে জেলে পাঠিয়েছে ইরান সরকার। ১৩ বারেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে, আরও পাঁচ বার দোষী সাব্যস্ত হয়েছেন। সব মিলিয়ে তার সাজার মোট মেয়াদ ৩০ বছরের বেশি।

২০২৩ সালে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
স্থানীয় সময় গতকাল শুক্রবার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডিসেম্বর ২০২৪ সালে কারাগার থেকে মুক্তি পাওয়া মোহাম্মদিকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণানুষ্ঠানে ছিলেন। সেই অনুষ্ঠান থেকে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
নার্গিসকে অত্যন্ত ‘হিংস্রভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। নার্গিসসহ তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সবার তাৎক্ষণিক ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।
এদিকে, নরওয়েজিয়ান নোবেল কমিটি এই গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ইরানকে তার অবস্থান অবিলম্বে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।
২০২৪ সালে প্রাথমিকভাবে মাত্র ৩ সপ্তাহের জন্য তাকে মুক্তি দেওয়া হলেও, চিকিৎসার কারণে বেশ কয়েকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল।
চিকিৎসকদের মতে, তার হাড়ের ক্ষত এবং হৃদরোগের জন্য দীর্ঘমেয়াদী বিশেষ পরিচর্যার প্রয়োজন। চিকিৎসকরা আরও সতর্ক করেছেন, জেলের পরিবেশে ফিরে গেলে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে।
নার্গিস মোহাম্মদির জীবনের একটা বড় সময়ই কেটেছে কারাগারে। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তাকে জেলে পাঠিয়েছে ইরান সরকার। ১৩ বারেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে, আরও পাঁচ বার দোষী সাব্যস্ত হয়েছেন। সব মিলিয়ে তার সাজার মোট মেয়াদ ৩০ বছরের বেশি।