চরচা ডেস্ক

চলমান বিক্ষোভ নিয়ে একের পর এক হুমকি দেওয়ার পর এবার ইরানের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বার্তা সংস্থা এএফপি জানানয়, ইরানে সাম্প্রতিক ধরপাকড়ে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করার সিদ্ধান্তের পর ইরান সরকারকে ধন্যবাদ জানান ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘‘আমি ইরান সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান জানাই যে, গতকাল যে ৮০০-এরও বেশি মানুষের ফাঁসি কার্যকর করার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। আপনাদের ধন্যবাদ!’’
ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বারবার দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠিন পদক্ষেপ’ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

চলমান বিক্ষোভ নিয়ে একের পর এক হুমকি দেওয়ার পর এবার ইরানের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বার্তা সংস্থা এএফপি জানানয়, ইরানে সাম্প্রতিক ধরপাকড়ে গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করার সিদ্ধান্তের পর ইরান সরকারকে ধন্যবাদ জানান ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘‘আমি ইরান সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান জানাই যে, গতকাল যে ৮০০-এরও বেশি মানুষের ফাঁসি কার্যকর করার কথা ছিল, তা বাতিল করা হয়েছে। আপনাদের ধন্যবাদ!’’
ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বারবার দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠিন পদক্ষেপ’ নিতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।