রিকশায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হন ওসমান হাদি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রিকশায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হন ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

রিকশায় করে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের গুলিতে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর মতিঝিল থানার বিজয়নগর কালভার্ট রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাদির সহকর্মী মিসবাহ। আহত ওসমান হাদি ঝালকাঠির নলছিটি সদরের শরীফ আব্দুল্লাহের ছেলে।

সহকর্মী মিসবাহ বলেন, আজ বেলা আড়াইটার দিকে বিজয়নগর কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় অজ্ঞাত দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে।

গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ”গুলিবিদ্ধ অবস্থায় তাকে (হাদি) হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”

মো. ফারুক আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত