সিঙ্গাপুরের পথে হাদি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সিঙ্গাপুরের পথে হাদি
ওসমান হাদি।

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি।

আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ ছাড়ে। বেলা ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় নামে।

গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল রোববার জানানো হয়, শরিফ ওসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে বলে জানানো হয়।

এদিকে ওসমান বিন হাদিকে গুলির ঘটনার দুদিন পর মামলা হয়েছে। গতকাল রোববার রাত ১১টায় পল্টন থানায় হাদিকে হত্যাচেষ্টায় মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

সম্পর্কিত