অস্ট্রেলিয়াতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অস্ট্রেলিয়াতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে
অস্ট্রেলিয়াতে বাড়ছে দাবানলের ঝুঁকি। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার অধিকাংশ এলাকায় একযোগে আঘাত হেনেছে তীব্র তাপপ্রবাহ। এর ফলে শুক্রবার দেশটির কিছু অংশে ভয়াবহ দাবানল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুইন্সল্যান্ড ছাড়া প্রতিটি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে শুক্রবারের জন্য পূর্ণাঙ্গ ‘অগ্নি নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। সেখানে আগুনের ঝুঁকির মাত্রা সর্বোচ্চ বা ‘বিপর্যয়কর’ স্তরে থাকায় নিরাপত্তার খাতিরে প্রায় ৪৫০টি স্কুল ও শিশু যত্ন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার এই তাপপ্রবাহ চরম পর্যায়ে পৌঁছাতে পারে। দক্ষিণ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির পাশাপাশি বাড়তে পারে বাতাসের গতিবেগ।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়েছেন দমকল কর্মীরা। বুধবার মেলবোর্নে তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু উপকূলীয় শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আবহাওয়াবিদদের মতে, ২০১৯-২০২০ সালের ভয়াবহ ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় এটিই হতে যাচ্ছে সবচাইতে উদ্বেগজনক আবহাওয়া পরিস্থিতি। ভিক্টোরিয়ার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার টিম উইবুশ সাধারণ মানুষকে দ্রুত ‘দাবানলে টিকে থাকার পরিকল্পনা’ কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

ব্যুরো অব মেটিওরোলজির অ্যাঙ্গাস হাইনস বিবিসিকে বলেন, “বৃহস্পতিবার ভিক্টোরিয়া জুড়ে বাতাসের গতি বাড়বে। এর সঙ্গে অল্প বৃষ্টিসহ বজ্রঝড় এবং শুষ্ক বজ্রপাতের সম্ভাবনা থাকায় ভিক্টোরিয়ার উত্তরাঞ্চলে দাবানলের ঝুঁকি ‘ক্যাটাস্ট্রফিক’ বা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।”

সম্পর্কিত