পুরানা পল্টনে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পুরানা পল্টনে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর পুরানা পল্টনের বায়তুল মোকাররম মসজিদের পূর্ব পাশের ফুটপাত থেকে নির্মল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালের দিকে অচেতন অবস্থায় নির্মলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত নির্মল ঢাকার নবাবগঞ্জ উপজেলার নরদা গ্রামের হিরালালের ছেলে।

পল্টন থানার উপপরিদর্শক এসআই জাহিদুর বলেন, “আজ সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থলের আশপাশের লোকজনের বরাত দিয়ে এসআই আরও বলেন, “ওই লোকটি তিন-চার দিন বায়তুল মোকাররমের আশপাশেই ঘোরাফেরা করতেন অনেকটা ভবঘুরের মতো এবং ফুটপাতেই ঘুমাতেন। আমরা তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাইনি।”

এসআই জাহিদুর জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত