দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট ঢাকা পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি এই ধরনের পরিবেশ আর হবে না বলেও আসা প্রকাশ করেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মন্তব্য করেন তৌহিদ হোসেন।
এ সময় উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন নয় যে এটা বাইরের কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে। ২৫ জনের একটা চরমপন্থী সংগঠনের সদস্যরা এতো দূর পর্যন্ত কেন আসতে পারবে? এর মানে হলো তাদের আসতে দেওয়া হয়েছে। তারা এসে শুধু হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়েছে তা নয়, আরও অনেক কিছু বলেছে। আমার কাছে প্রমাণ নেই যে, হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে আমরা শুনেছি যে, তাকে এমন হুমকি দেওয়া হয়েছে।”
বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা জোরদার করা দরকার কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘প্রয়োজন হলে তা করা হবে। এখানে ব্যাপারটা এমন নয় যে তারা এসেছে আর স্লোগান দিয়েছে। এর ভেতরে একটা পরিবার বাস করে। তার আতঙ্কিত হয়েছে। তাই আমি মনে করি নিরাপত্তা বাড়ানো ভারতের দায়িত্ব।’’
তৌহিদ হোসেন বলেন, ‘‘ভারত বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রয়োজনে হাইকমিশনার কার্যক্রম সীমিত করতে হতে পারে। তবে আমরা এখনও দিল্লির ওপর আস্থা রাখতে চাই ।’’