রাবির ছয় ডিনের পদত্যাগের আল্টিমেটাম রাকসু জিএসের

রাবির ছয় ডিনের পদত্যাগের আল্টিমেটাম রাকসু জিএসের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। ছবি: চরচা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিনকে তিন দিনের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

গতকাল শনিবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টে, ‘আওয়ামী পন্থী’ অভিযোগ তুলে ছয়জন ডিনকে পদত্যাগের দাবি জানিয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট ছয়টি বিভাগের সভাপতিরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ডিনই লিখিত পদত্যাগপত্র জমা দেননি। এছাড়া অভিযুক্ত ডিনদের কাউকেই আজ ক্যাম্পাসে দেখা যায়নি।

ডিনদের কেউ কেউ ছুটির কথা উল্লেখ করলেও সালাহউদ্দিন আম্মার দাবি করেছেন, বিভাগীয় সভাপতির কাছ থেকে নিয়মমাফিক কোনো লিখিত ছুটি নেওয়া হয়নি।

ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রক্টর মাহবুবুর রহমান রাকসু জিএসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে প্রক্টর জানান, যেসব ডিনের বিষয়ে আপত্তি তোলা হয়েছে, তাদের পদের মেয়াদ গত-১৭ ডিসেম্বরই শেষ হয়েছে।

বিষয়টি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব খুব দ্রুতই একটি কার্যকর সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ছয় ডিনের মধ্যে রয়েছেন আইন অনুষদের অধ্যাপক আবু নাসের ওয়াহিদ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আখতার, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম একরাম উল্লাহ, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূ-বিজ্ঞান অনুষদের অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা।

সম্পর্কিত