বরিশালে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বরিশালে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের রূপাতলী এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)।

পুলিশ জানিয়েছে, জুয়েল ও রাসেল রূপাতলীর এসিআই এনিমেল হেলথের একটি স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এসময় ঝালকাঠিগামী মালবোঝাই ট্র‍াক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান।

গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত