চরচা প্রতিবেদক

ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ কিনতে যাচ্ছে বাংলাদেশ।
এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে আগ্রহপত্র সই বাংলাদেশ বিমান বাহিনী।
এক বিবৃতিতে একথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয়-বিক্রয় সংক্রান্ত ওই চুক্তিটি সই করা হয়। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন।

ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’ কিনতে যাচ্ছে বাংলাদেশ।
এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে আগ্রহপত্র সই বাংলাদেশ বিমান বাহিনী।
এক বিবৃতিতে একথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয়-বিক্রয় সংক্রান্ত ওই চুক্তিটি সই করা হয়। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সেখানে উপস্থিত ছিলেন।