চরচা প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বঙ্গভবনে চিঠি পাঠানোর বিষয়টি আজ বৃহস্পতিবার জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি এক কর্মশালায় সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার ইসি বঙ্গভবনে চিঠি পাঠিয়েছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল ইসি। ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা হওয়ার কথা।
নির্বাচনের সব প্রস্তুতি শেষে তফসিল ঘোষণার প্রাক্কালে রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ চাওয়া, তফসিল ঘোষণার দিন ঘনিয়ে আসাই ইঙ্গিত করছে। নির্বাচন আয়োজনের পক্ষে সাংবিধানিক প্রতিষ্ঠানের অভিভাবক রাষ্ট্রপতির অনুমতি পেলে রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণও দেন।
বিগত সবগুলো সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কিছু দিনের মধ্যে তফসিল ঘোষণা হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে ওই মাসেরই ১৫ তারিখ তফসিল ঘোষণা করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বঙ্গভবনে চিঠি পাঠানোর বিষয়টি আজ বৃহস্পতিবার জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি এক কর্মশালায় সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার ইসি বঙ্গভবনে চিঠি পাঠিয়েছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল ইসি। ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা হওয়ার কথা।
নির্বাচনের সব প্রস্তুতি শেষে তফসিল ঘোষণার প্রাক্কালে রাষ্ট্রপতির কাছে সাক্ষাৎ চাওয়া, তফসিল ঘোষণার দিন ঘনিয়ে আসাই ইঙ্গিত করছে। নির্বাচন আয়োজনের পক্ষে সাংবিধানিক প্রতিষ্ঠানের অভিভাবক রাষ্ট্রপতির অনুমতি পেলে রীতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণও দেন।
বিগত সবগুলো সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কিছু দিনের মধ্যে তফসিল ঘোষণা হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের ৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে ওই মাসেরই ১৫ তারিখ তফসিল ঘোষণা করা হয়।