বরিশালে একদিনে তিন মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
বরিশালে একদিনে তিন মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বরিশালে একদিনে পৃথক তিনটি স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

উজিরপুর উপজেলার ওটরা গ্রামের একটি খাল থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দুপুরের দিকে খালে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে বরিশাল–কুয়াকাটা মহাসড়কের পাশে বাকেরগঞ্জ উপজেলার কাঠের পোল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকিব পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার ওসি খোন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে বরিশাল নগরীর ‘হোটেল পার্ক’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আব্দুল হাকিম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি দাড়িয়াল ইউনিয়নের আরব আলী হাওলাদারের ছেলে এবং দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ওই হোটেলে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

হোটেল কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাত ৯টায় খাবার খেয়ে কক্ষে প্রবেশের পর আর বের হননি। পরে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত