খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দল ঢাকায়

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দল ঢাকায়
খালেদা জিয়া। ছবি: সুদীপ্ত সালাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েলের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল দল ঢাকায় পৌঁছেছে।

আজ বুধবার সকালের দিকে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, ঢাকায় আসার পর রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে গেছেন ডা. রিচার্ড বিয়েল ও তার দল। এ হাসপাতালেরই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে খালেদা জিয়াকে দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন বলেও জানিযেছিলেন তিনি।

যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন খালেদা জিয়াকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে বলেও তথ্য দিয়েছিলেন ড. জাহিদ।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

সম্পর্কিত