খালেদা জিয়ার চিকিৎসা
চরচা প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পরপর দলটি সিসিইউতে প্রবেশ করে।
ডা. চাই জিয়াংফাং (Cai Jianfang)-এর নেতৃত্বে মেডিকেল দলটি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় ৭টায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি হাসপাতালে কিছু সময় অবস্থান করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার ছোট ছেলের সহধর্মিনী সৈয়দা শামিলা রহমানও ছিলেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক ভুগছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। তখন থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। গত ২৭ নভেম্বর তার অবস্থা ‘সংকটাপন্ন’ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পরপর দলটি সিসিইউতে প্রবেশ করে।
ডা. চাই জিয়াংফাং (Cai Jianfang)-এর নেতৃত্বে মেডিকেল দলটি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় ৭টায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি হাসপাতালে কিছু সময় অবস্থান করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং খালেদা জিয়ার ছোট ছেলের সহধর্মিনী সৈয়দা শামিলা রহমানও ছিলেন।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক ভুগছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ভর্তি রাখা হয়। তখন থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। গত ২৭ নভেম্বর তার অবস্থা ‘সংকটাপন্ন’ হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।