ছাত্রীনিবাসে এনসিপি নেত্রীর ‘আত্মহত্যা’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ছাত্রীনিবাসে এনসিপি নেত্রীর ‘আত্মহত্যা’
জান্নাতারা রুমী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর হাজারীবাগের একটি ছাত্রীনিবাস থেকে জান্নাতারা রুমী (৩০) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জান্নাত।

আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার ভোরে হাজারীবাগের জিগাতলার পুরাতন কাঁচাবাজার এলাকার জান্নাতি ছাত্রীনিবাসের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার নাজিরপুর উপজেলার জাকির হোসেনের মেয়ে। তিনি ওই ছাত্রী নিবাসে থেকে পড়াশোনা করছিলেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সম্পাদক মুশফিকুস সালেহীন জানিয়েছেন, জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

রুমীর সাবেক স্বামী মো. বিপ্লব সরকার জানান, তার সঙ্গে চার–পাঁচ মাস আগে রুমীর ডিভোর্স হয়। এর আগে তার আরেকজন স্বামী ছিলেন এবং সেখানেও ডিভোর্স হয়েছিল।

মো. বিপ্লব সরকার আরও জানান, জান্নাতারা রুমী আগে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন। পরে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘‘জান্নাতারা রুমী এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিকভাবে তিনি মানসিক চাপে ছিলেন।’’

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত