চরচা প্রতিবেদক

ধনকুবের ইলন মাস্ক বলেছেন, ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। তার মতে, ভবিষ্যতে তার ধারণা ইউনিভার্সেল হাই ইনকাম চালু হলে সঞ্চয় অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
স্থানীয় সময় বুধবার আমেরিকান আরেক ধনকুবের রে ডালিওর একটি এক্স পোস্টের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইউনিভার্সাল হাই ইনকাম হলো ইলন মাস্কের একটি ধারণা। এই ধারণায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স এতটাই বিপুল উৎপাদনশীলতা তৈরি করবে যে পণ্য ও পরিষেবা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, অভাব ও দারিদ্র্য দূর করবে, প্রত্যেকের উচ্চ জীবনযাত্রার মান প্রদান করবে, কার্যকরভাবে অর্থকে কম প্রাসঙ্গিক করে তুলবে।
মাস্ক আগেও বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের দ্রুত অগ্রগতি একসময় দারিদ্র্য দূর করবে এবং প্রচলিত কাজের প্রয়োজন কমিয়ে দেবে। তার ধারণা, এআই ও রোবটিক্স উৎপাদনশীলতা ব্যাপকভাবে বাড়ালে অর্থ একদিন অক্সিজেনের মতো সর্বজনীন হয়ে উঠবে অর্থাৎ কার্যত অপ্রাসঙ্গিক।
এক্স-এ ডালিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় মাস্ক লেখেন, “ ভবিষ্যতে দারিদ্র্য থাকবে না, তাই অর্থ সঞ্চয়েরও দরকার হবে না। তখন থাকবে ইউনিভার্সাল হাই ইনকাম।”
তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “দারিদ্র্য দূর করা মূলত একটি প্রযুক্তিগত সমস্যা। কিন্তু মানুষ খুব দ্রুত নতুন মানের সঙ্গে মানিয়ে নেয়। আপেক্ষিক দারিদ্র্য কমতে পারে, কিন্তু দারিদ্র্য মানসিকতা হয়তো থেকেই যাবে।”
I personally appreciate the Trump administration’s launch of the Trump accounts, appreciate the Dells for piling on with their support, and appreciate both of them for allowing Dalio Philanthropies and others to join in. This emerging bipartisan effort exemplifies the sort of…
— Ray Dalio (@RayDalio) December 17, 2025
আরেকজন লেখেন, “ইউনিভার্সাল ইনকাম থাকতে পারে, কিন্তু ‘ইউনিভার্সাল হাই ইনকাম’ কখনোই বাস্তব হবে না। কারণ ‘হাই’ কী—এই মানদণ্ড সময়ের সঙ্গে বদলায়। এক শতাব্দী আগে আমেরিকায় যে জীবনমানকে গ্রহণযোগ্য ধরা হতো, আজ তা দারিদ্র্য হিসেবে বিবেচিত।”
মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক অতিক্রম করেন ।

ধনকুবের ইলন মাস্ক বলেছেন, ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। তার মতে, ভবিষ্যতে তার ধারণা ইউনিভার্সেল হাই ইনকাম চালু হলে সঞ্চয় অপ্রাসঙ্গিক হয়ে যাবে।
স্থানীয় সময় বুধবার আমেরিকান আরেক ধনকুবের রে ডালিওর একটি এক্স পোস্টের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইউনিভার্সাল হাই ইনকাম হলো ইলন মাস্কের একটি ধারণা। এই ধারণায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স এতটাই বিপুল উৎপাদনশীলতা তৈরি করবে যে পণ্য ও পরিষেবা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, অভাব ও দারিদ্র্য দূর করবে, প্রত্যেকের উচ্চ জীবনযাত্রার মান প্রদান করবে, কার্যকরভাবে অর্থকে কম প্রাসঙ্গিক করে তুলবে।
মাস্ক আগেও বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের দ্রুত অগ্রগতি একসময় দারিদ্র্য দূর করবে এবং প্রচলিত কাজের প্রয়োজন কমিয়ে দেবে। তার ধারণা, এআই ও রোবটিক্স উৎপাদনশীলতা ব্যাপকভাবে বাড়ালে অর্থ একদিন অক্সিজেনের মতো সর্বজনীন হয়ে উঠবে অর্থাৎ কার্যত অপ্রাসঙ্গিক।
এক্স-এ ডালিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় মাস্ক লেখেন, “ ভবিষ্যতে দারিদ্র্য থাকবে না, তাই অর্থ সঞ্চয়েরও দরকার হবে না। তখন থাকবে ইউনিভার্সাল হাই ইনকাম।”
তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “দারিদ্র্য দূর করা মূলত একটি প্রযুক্তিগত সমস্যা। কিন্তু মানুষ খুব দ্রুত নতুন মানের সঙ্গে মানিয়ে নেয়। আপেক্ষিক দারিদ্র্য কমতে পারে, কিন্তু দারিদ্র্য মানসিকতা হয়তো থেকেই যাবে।”
I personally appreciate the Trump administration’s launch of the Trump accounts, appreciate the Dells for piling on with their support, and appreciate both of them for allowing Dalio Philanthropies and others to join in. This emerging bipartisan effort exemplifies the sort of…
— Ray Dalio (@RayDalio) December 17, 2025
আরেকজন লেখেন, “ইউনিভার্সাল ইনকাম থাকতে পারে, কিন্তু ‘ইউনিভার্সাল হাই ইনকাম’ কখনোই বাস্তব হবে না। কারণ ‘হাই’ কী—এই মানদণ্ড সময়ের সঙ্গে বদলায়। এক শতাব্দী আগে আমেরিকায় যে জীবনমানকে গ্রহণযোগ্য ধরা হতো, আজ তা দারিদ্র্য হিসেবে বিবেচিত।”
মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক অতিক্রম করেন ।