শান্তি চুক্তির ‘খুবই কাছাকাছি’ আমেরিকা-ইউক্রেন: ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শান্তি চুক্তির ‘খুবই কাছাকাছি’ আমেরিকা-ইউক্রেন: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি আলোচনা এখন একটি সমঝোতার ‘খুব কাছাকাছি’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিতর্কিত দনবাস অঞ্চল এখনো সবচেয়ে বড় অমীমাংসিত ইস্যু বলে স্বীকার করেছেন তিনি।

স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগো অবকাশযাপনকেন্দ্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করেন দুই নেতা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যে (চুক্তি) হয়ে যাবে। আর খারাপভাবে এগোলে দীর্ঘ সময় লাগতে পারে।’ তারা জানান, শান্তি আলোচনার দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে অগ্রগতি হয়েছে।

জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। তবে এ বিষয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এমন কোনো চুক্তির ক্ষেত্রে ৯৫ শতাংশ অগ্রগতি হয়েছে। এই প্রচেষ্টায় আমেরিকার সমর্থনে ইউরোপের দেশগুলো বড় দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন ট্রাম্প। রোববারের এই আলাপকে ‘খুবই ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন তিনি।

প্রায় চার বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার দাবি, যুদ্ধ থামানোর জন্য পুরো দনবাস অঞ্চল কিয়েভকে মস্কোর কাছে ছেড়ে দিতে হবে। যুদ্ধ থামাতে ট্রাম্প যে শান্তি প্রস্তাব দিয়েছেন, সেখানেও অঞ্চলটি পুরোপুরি রাশিয়া হাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এতে রাজি নয় ইউক্রেন।

সম্পর্কিত