মৌচাক ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মৌচাক ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
প্রতীকী ছবি: পিক্সাবে

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন— সিএনজি চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।

নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা এবং তিনি রমেজ তালুকদারের ছেলে। ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার জহিরুল ইসলামের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত